আমাদের গাংনী

পৃষ্ঠাসমূহ

***= সুচনা =***

বাংলাদেশের দক্ষিন পশ্চিম সীমান্তবর্তি একটি ঐতিহাসিক ছোট্ট জেলা শহর মেহেরপুর। স্বাধীনতা সংগ্রামে মেহেরপুর জেলা হতে ২০ কিঃমিঃ দূরে মুজিব নগরে সর্ব প্রথম গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম মন্ত্রি পরিষদ, এই শহরের ১২ কি:মি: দুরুত্তে গাংনী উপজেলা ছোট শহর,এ শহরের প্রত্যন্ত অঞ্চলের আনাচে কাঁনাচে তেমন কোন আর্থ সামাজিক উন্নয়নের ছোঁয়া পড়েনি। বিধায় তথ্য প্রযুক্তির তেমন উন্নয়ন সম্ভব হয়ে ওঠেনি। এ জেলার গাংনী উপজেলার গাংনী ডির্গ্রী কলেজ পাড়ার শিক্ষিত যুবক মোঃ মিজানুর রহমান হেলাল এই সাইটের এডমিন। গাংনীর সমস্ত কিছু সারা বিশ্বে ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য-(এডমিন)। আপনার মতামত পাঠাতে আমাদের কাছে
ইমেল করুন।
শুক্রবার, ১৬ জুলাই, ২০১০

গাংনী নিউজ

আপনি জানেন কি? গাংনীতে গাংনী নিউজ নামে একটি দৈনিক অনলাইন পত্রিকা চালু হয়েছে। গাংনীর সব খবর তাৎক্ষনিক জানতে লগিন করুন www.gangninews.com এই ঠিকানায়। সারা বিশ্বের মানুষের কাছে গাংনীর সংবাদ ছড়িয়ে দিতে সবাইকে জানিয়ে দিন www.gangninews.com এই ঠিকানাটি। গাংনী নিউজ বস্তুনিষ্ঠ দৈনিক অনলাইন পত্রিকা।

উল্লেখ্য গত ৬ নভেম্বর ২০০৯ থেকে পত্রিকাটির যাত্রা শুরু হয়। www.gangninews.tk এই ঠিকানা নিয়ে, গত ২১ নভেম্বর ২০০৯ উপজেলা প্রশাসনের সাথে মত বিনিময় শেষে পত্রিকাটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। অসংখ্য দর্শক এটি প্রতিদিন ভিজিট করার ফলে পত্রিকাটি ব্যাপক সাড়া জাগায়। সাইট এডমিন মিজানুর রহমান হেলাল ব্যক্তি গত প্রচেষ্ঠায় সাইটটি দির্ঘদিন চালানোর পর অনেকেই এগিয়ে আসেন এই সাইটটিকে টিকিয়ে রাখার জন্য। ফলে গত ৩১শে ডিসেম্বর পত্রিকাটি নিজস্ব রে:জি: www.gangninews.com নামে নিবন্ধিত হয়। এটি মেহেরপুর জেলার সর্বপ্রথম দৈনিক অনলাইন পত্রিকা। নিবন্ধনের পর গত ১লা জানুয়ারী ২০১০ তারিখে গাংনী উপজেলা ১ম গেটের অপজিটে বিশিষ্ট ব্যক্তিও সাংবাদিকদের উপস্থিতিতে অস্থায়ী ভাবে অন লাইন প্রত্রিকার অফিস উদ্বোধন করা হয়। পরবর্তিতে জনগনের ব্যপক সাড়া পেয়ে পত্রিকাটিকে ২৪ ঘন্টা আপডেট করার সিদ্ধান্ত নেওয়া হয়। পত্রিকাটিকে আরো বেশী জনপ্রিয় ও গতিশীল করে তুলতে আপনার সুচিন্তিত মতামত প্রদানের জন্য আমাদেরকে ইমেল করুন-gangninews@gmail.com এই ঠিকানায়।

Gangni news[flowplayer src='http://www.gangninews.com/wp-content/uploads/2010/03/Gangni-news.flv' width=550 height=400]

সরকার কতৃক ঘোষিত ওয়েব সাইট তৈরীর ১০০ ভাগ নিশ্চয়তা

সরকার কতৃক ঘোষিত ওয়েব সাইট তৈরীর ১০০ ভাগ নিশ্চয়তা

আপনি কি সরকার কতৃক ঘোষিত ওয়েব সাইট তৈরীর ব্যপারে সিদ্ধান্ত হিনতায় ভুগছেন?

আমরা আছি আপনার পাসে ১০০ ভাগ নিশ্চয়তা দিতে

যে কোন ধরনের ডাইনামিক ওয়েব সাইট নির্মানে

উচ্চমূল্য সম্পন্ন ওয়েব হোস্টিং এর সুবিধা,

সাইট ম্যনেজম্যান্টের জন্য বাংলা ভিডিও টিউটোরিয়াল,

১ বছরের সাইট সার্পোট,

দিন ৬ ঘন্টার অনলাইন সার্পোট

সহ সর্বাধিক সুবিধা দিতে আমরা সার্বক্ষন

নিশ্চিত আত্ববিশ্বাসের সাথে আজই সিদ্ধান্ত নিন

আমাদের সাথে যোগাযোগ মাধ্যম-

মোবাইল-০১৭১২৯৮১৫৯৯

ইমেইল- helalinfo@gmail.com

আমাদের তৈরীকৃত ওয়েব সাইট ভিজিট করে দেখতে পারেন

www. kushtiagovcommercialinstitute.com

www.chuagovtcollege.com

www.unitednews24.com

www.adarshagovmohilacollegechuadanga.com

www.darsanagovtcollege.com

www.meherpurgovcollege.com

www.gangninews.com

মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০০৯

গাংনীনিউজ’ নামের দৈনিক অনলাইন বাংলা পত্রিকার সৌজন্যে মত বিনিময় সভা।


গাংনী অফিস: গতকাল শুক্রবার বিকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে গাংনী নিউজ নামের দৈনিক অনলাইন পত্রিকার (www.gangninews.tk) সৌজন্যে এক মত বিনমিয় সভার আয়োজন করা হয় উক্ত অন লাইন পত্রিকাটিকে আরো বেশী জনপ্রিয় গতিশীল করে তুলতে মত বিনিময় সভায় উপস্থিত সকলের প্রতি সহযেগিতা কামনা করা হয় উক্ত আলোচনা সভায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোসত্মফা জামান, গাংনী প্রেস ক্লাব সভাপতি প্রভাষক হারুন-র-রশিদ রবি, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বকুল, সাংবাদিক আবু হোসেন, আমিরুল ইসলাম অল্ডাম, সাইদুর রহমান সাবু প্রমুখ প্রচারিত ওয়েব সাইটটির বিসত্মারিত তথ্য তুলে ধরেন সাইট এডমিন মিজানুর রহমান হেলাল

উল্লেখ্য, গত নভেম্বরতারিখ থেকে গাংনীতে Ô গাংনীনিউজÕ(www.gangninews.tk) নামের একটি ওয়েব সাইট চালু করা হয়েছে এই পত্রিকাটি ইতোমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং অসংখ্য দর্শক এটি প্রতিদিন ভিজিট করছেন গাংনী উপজেলার সকল সংবাদ তাৎক্ষনিক জানতে লগিন করুন (www.gangninews.tk) এই ঠিকানায়