আমাদের গাংনী

পৃষ্ঠাসমূহ

***= সুচনা =***

বাংলাদেশের দক্ষিন পশ্চিম সীমান্তবর্তি একটি ঐতিহাসিক ছোট্ট জেলা শহর মেহেরপুর। স্বাধীনতা সংগ্রামে মেহেরপুর জেলা হতে ২০ কিঃমিঃ দূরে মুজিব নগরে সর্ব প্রথম গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম মন্ত্রি পরিষদ, এই শহরের ১২ কি:মি: দুরুত্তে গাংনী উপজেলা ছোট শহর,এ শহরের প্রত্যন্ত অঞ্চলের আনাচে কাঁনাচে তেমন কোন আর্থ সামাজিক উন্নয়নের ছোঁয়া পড়েনি। বিধায় তথ্য প্রযুক্তির তেমন উন্নয়ন সম্ভব হয়ে ওঠেনি। এ জেলার গাংনী উপজেলার গাংনী ডির্গ্রী কলেজ পাড়ার শিক্ষিত যুবক মোঃ মিজানুর রহমান হেলাল এই সাইটের এডমিন। গাংনীর সমস্ত কিছু সারা বিশ্বে ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য-(এডমিন)। আপনার মতামত পাঠাতে আমাদের কাছে
ইমেল করুন।

গাংনী নিউজ


আপনি জানেন কি? গাংনীতে গাংনী নিউজ নামে একটি দৈনিক অনলাইন পত্রিকা চালু হয়েছেগাংনীর সব খবর তাৎক্ষনিক জানতে লগিন করুন  www.gangninews.com  এই ঠিকানায়সারা বিশ্বের মানুষের কাছে গাংনীর সংবাদ ছড়িয়ে দিতে সবাইকে জানিয়ে দিন www.gangninews.com এই ঠিকানাটিগাংনী নিউজ বস্তুনিষ্ঠ দৈনিক অনলাইন পত্রিকা
উল্লেখ্য গত ৬ নভেম্বর ২০০৯ থেকে পত্রিকাটির যাত্রা শুরু হয়www.gangninews.tk এই ঠিকানা নিয়ে, গত ২১ নভেম্বর ২০০৯ উপজেলা প্রশাসনের সাথে মত বিনিময় শেষে পত্রিকাটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে অসংখ্য দর্শক এটি প্রতিদিন ভিজিট করার ফলে পত্রিকাটি ব্যাপক সাড়া জাগায়। সাইট এডমিন মিজানুর রহমান হেলাল ব্যক্তি গত প্রচেষ্ঠায় সাইটটি দির্ঘদিন চালানোর পর অনেকেই এগিয়ে আসেন এই সাইটটিকে টিকিয়ে রাখার জন্য ফলে গত ৩১শে ডিসেম্বর পত্রিকাটি নিজস্ব রে:জি: www.gangninews.com নামে নিবন্ধিত হয়। এটি মেহেরপুর জেলার সর্বপ্রথম দৈনিক অনলাইন পত্রিকা। নিবন্ধনের পর গত ১লা জানুয়ারী ২০১০ তারিখে গাংনী উপজেলা ১ম গেটের অপজিটে বিশিষ্ট ব্যক্তিও সাংবাদিকদের উপস্থিতিতে অস্থায়ী ভাবে অন লাইন প্রত্রিকার অফিস উদ্বোধন করা হয়। পত্রিকাটিকে আরো বেশী জনপ্রিয় ও গতিশীল করে তুলতে আপনার সুচিন্তিত মতামত প্রদানের জন্য আমাদেরকে ইমেল করুন-gangninews@gmail.com এই ঠিকানায়