আমাদের গাংনী

পৃষ্ঠাসমূহ

***= সুচনা =***

বাংলাদেশের দক্ষিন পশ্চিম সীমান্তবর্তি একটি ঐতিহাসিক ছোট্ট জেলা শহর মেহেরপুর। স্বাধীনতা সংগ্রামে মেহেরপুর জেলা হতে ২০ কিঃমিঃ দূরে মুজিব নগরে সর্ব প্রথম গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম মন্ত্রি পরিষদ, এই শহরের ১২ কি:মি: দুরুত্তে গাংনী উপজেলা ছোট শহর,এ শহরের প্রত্যন্ত অঞ্চলের আনাচে কাঁনাচে তেমন কোন আর্থ সামাজিক উন্নয়নের ছোঁয়া পড়েনি। বিধায় তথ্য প্রযুক্তির তেমন উন্নয়ন সম্ভব হয়ে ওঠেনি। এ জেলার গাংনী উপজেলার গাংনী ডির্গ্রী কলেজ পাড়ার শিক্ষিত যুবক মোঃ মিজানুর রহমান হেলাল এই সাইটের এডমিন। গাংনীর সমস্ত কিছু সারা বিশ্বে ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য-(এডমিন)। আপনার মতামত পাঠাতে আমাদের কাছে
ইমেল করুন।
মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০০৯

গাংনীনিউজ’ নামের দৈনিক অনলাইন বাংলা পত্রিকার সৌজন্যে মত বিনিময় সভা।


গাংনী অফিস: গতকাল শুক্রবার বিকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে গাংনী নিউজ নামের দৈনিক অনলাইন পত্রিকার (www.gangninews.tk) সৌজন্যে এক মত বিনমিয় সভার আয়োজন করা হয় উক্ত অন লাইন পত্রিকাটিকে আরো বেশী জনপ্রিয় গতিশীল করে তুলতে মত বিনিময় সভায় উপস্থিত সকলের প্রতি সহযেগিতা কামনা করা হয় উক্ত আলোচনা সভায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোসত্মফা জামান, গাংনী প্রেস ক্লাব সভাপতি প্রভাষক হারুন-র-রশিদ রবি, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বকুল, সাংবাদিক আবু হোসেন, আমিরুল ইসলাম অল্ডাম, সাইদুর রহমান সাবু প্রমুখ প্রচারিত ওয়েব সাইটটির বিসত্মারিত তথ্য তুলে ধরেন সাইট এডমিন মিজানুর রহমান হেলাল

উল্লেখ্য, গত নভেম্বরতারিখ থেকে গাংনীতে Ô গাংনীনিউজÕ(www.gangninews.tk) নামের একটি ওয়েব সাইট চালু করা হয়েছে এই পত্রিকাটি ইতোমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং অসংখ্য দর্শক এটি প্রতিদিন ভিজিট করছেন গাংনী উপজেলার সকল সংবাদ তাৎক্ষনিক জানতে লগিন করুন (www.gangninews.tk) এই ঠিকানায়